টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ৩ অক্টোবর ঢাকা থেকে ওমানে রওয়ানা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওমানে পৌঁছে এক দিনের কোয়ারেন্টিনে থাকবেন টাইগাররা। অনুশীলন শুরু হবে ৫ অক্টোবর। ওমানে যাওয়ার আগে দেশে আর কোনো প্রস্তুতি ক্যাম্প হবে না টাইগারদের।
ওমানে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান খবরটি নিশ্চিত করে বলেন, ‘আমরা তিন তারিখ ওমান যাব। ওখানে গিয়ে একদিনের কোয়ারেন্টিন। এরপর আমরা পাঁচ তারিখ থেকে অনুশীলন শুরু করব। ওখানে যে ক্যাম্পটি হবে তার মধ্যে ওমান এ দলের সঙ্গে একটি ম্যাচ খেলব।'
আকরাম খান সঙ্গে আরও জানান, এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে কোনো সহ-অধিনায়ক ও ম্যানেজার থাকবেন না।
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আইপিএল শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে না ফিরে সরাসরি ওমানে দলের সঙ্গে যোগ দেবেন।
আপনার মূল্যবান মতামত দিন: