গত এপ্রিল মাসে ভারতে শুরু হয়েছিল হাজার কোটি টাকার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তবে করোনাভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। আগামী ১৯ মার্চ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৪তম আসরের দ্বিতীয় পর্ব। এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে।
আইপিএলে অংশ নিতে রোববার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১.৪০টায় ঢাকা ছাড়েন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।
১৯ সেপ্টেম্বর আইপিএল পুনরায় শুরু হলেও তার দল কলকাতা মাঠে নামবে আগামী ২০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারের আইপিএলের প্রথম পর্বে সাকিবের পারফরম্যান্স অবশ্য সন্তোষজনক ছিল না। তিন ম্যাচে করেন মাত্র ৩৮ রান, বল হাতে নেন ২ উইকেট।
আপনার মূল্যবান মতামত দিন: