কিরগিজস্তান সফর শেষে দেশে ফিরেছেন আতিক - জামাল ভূঁইয়ারা। স্বাগতিক কিরগিজস্তান, ফিলিস্তিন ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচেই হারের তিক্ত স্বাদ হজম করেছে দেশের ফুটবলাররা।
দুই সপ্তাহের মিশন শেষ করে গতকাল শুক্রবার বিকেলে দেশে ফেরার কথা ছিল কোচ জেমি ডে’র শিষ্যদের। কিন্তু ফ্লাইট জটিলতার কারণে ছয় ঘণ্টা পর রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছায় দল।
তিন জাতি ফুটবল টুর্নামেন্ট খেলতে গত ২৮ আগস্ট কিরগিজস্তান গিয়েছিল বাংলাদেশ। সেখানে ৫-৬ দিনের অনুশীলন শেষে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হারের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরু করে জামাল ভুঁইয়ারা। এরপর কিরগিজস্তানের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছে জেমি ডে’র শিষ্যদের।
শেষ ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জয়ের প্রত্যাশা থাকলেও আশা জাগিয়েও হারতে হয়েছে। ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত আরো তিন গোল হজম করতে হয়।
বাফুফের ব্যবস্থাপনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই ফুটবলাররা নিজ নিজ ক্লাবে চলে গেছেন।
জামালদের ম্যাচ উপভোগ করতে কিরগিজস্তানে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবলারদের সঙ্গে তিনিও ঢাকায় পা রেখেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: