ইতিহাস গড়লো টাইগাররা

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৫

ছবি : ইন্টারনেট

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বারের মতো টি টুয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ৯৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নেমে উইল ইয়ং এর ৪৬ , লাথামের ২১ ও ফিন অ্যালেনের ১২ রানে ভর করে নিউজল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯৩। এই তিন ব্যাটসম্যান ছাড়া কেউই দুই অংকের রান করতে পারেনি। বাংলাদেশের হয়ে চার ওভারে মাত্র ১০ রান ও দুই ম্যাডেনে ৪ উইকেট তুলে নিউজিল্যান্ডকে থামিয়ে দেয় নাসুম আহমেদ। তার বোলিং তোপের সাথে যুক্ত হয়েছে মোস্তাফিজের অ্যাকশান। কাটার মাস্টার ৩.৩ ওভার বল করে ১২ রানে তুলে নেন ৪ উইকেট। এছাড়া সাইফুদ্দিন ও মেহেদি হাসান একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈমের ২৯ ও মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৪৩ রানে ভর করে ১৯.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এ দু’জন ছাড়া কেউই দুই অংকের রান করতে পারেনি।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভার বল করে ৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন এজাজ প্যাটেল। একটি উইকেট নেন কোন ম্যাককুঞ্চি। আজকের খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বোলার নাসুম আহমেদ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর