পেলের অস্ত্রোপচার সফল

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৮

ছবি: ইন্টারনেট

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের বৃহদান্তের (কোলন) টিউমার অপসারণের সফল অস্ত্রোপচারের হয়েছে। গত ছয় দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

অস্ত্রোপচার হওয়ার বিষয়টি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানান পেলে। ৮০ বছর বয়সী কিংবদন্তি ফুটবলার জানান, গত শনিবার ‘সন্দেহজনক ক্ষত’ অপসারণের অস্ত্রোপচার হয় তার।

তিনবারের বিশ্বকাপজয়ী পেলে বলেন, ‘ভাগ্যবশত, আপনাদের সঙ্গে আমি জয় উদ্‌যাপন করতে অভ্যস্ত। আমি এই ম্যাচে মুখোমুখি হব হাসিমুখে, প্রচুর আশাবাদ ও বেঁচে থাকার আনন্দে।’

পাঁচ দিন আগে, সান্তোস ও নিউইয়র্ক কসমসের সাবেক ফরোয়ার্ডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সমস্যা ‘গুরুতর কিছু নয়’ বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলে জানান, ‘রুটিন পরীক্ষা’র জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন।

তবে এবার তিনি জানালেন, গত সপ্তাহে ডান বৃহদান্তে তার টিউমার ধরা পড়ে। ‘ভালো বোধ করার জন্য ধন্যবাদ ঈশ্বর এবং ডাক্তার ফাবিও ও ডাক্তার মিগুয়েল আমার স্বাস্থ্যের দেখভাল করছেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর