ফ্রান্সকে রুখে দিল ইউক্রেন

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ২২:২২

ছবি : ইন্টারনেট

বিশ্বকাপ বাছাইপর্বটা ভাল যাচ্ছেনা ফ্রান্সের। আগের ম্যাচে তাদের রুখে দিয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপ অঞ্চলের ‘ডি’ গ্রুপের ম্যাচে শনিবার রাতে ইউক্রেনের মাঠে খেলতে নামে বিশ্বচ্যাম্পিয়ন দল ফ্রান্স. বিশ্বকাপ জয়ীদের এবার জয় বঞ্চিত করল ইউক্রেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ শেষে ইউক্রেনের মাঠ থেকে ১-১ গোলে ড্রয়ের হতাশা নিয়েই ফিরতে হলো ফরাসিদের। 

ম্যাচের ৪৪তম মিনিটে মাইকোলা শাপারেনকোর গোলে এগিয়ে যায় স্বাগতিক ইউক্রেন। বিরতি শেষে খেলা শুরুর পর পাঁচ মিনিট পেরিয়ে যেতেই ফরাসিদের সমতা এনে দেন অ্যান্থনি মার্শাল। পাঁচ বছর পর এই প্রথম দেশের হয়ে গোল করলেন এ স্ট্রাইকার। সব মিলিয়ে এটি তার দ্বিতীয় গোল। 

এই ড্রয়ের ফলে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে অবশ্য গ্রুপের শীর্ষেই আছে তারা। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিনল্যান্ড। আর পাঁচ ম্যাচের সবকটি ড্র করা ইউক্রেনের পয়েন্টও ৫।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর