আবার ফিফা রেফারি হচ্ছেন বাংলাদেশী জয়া

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৭

ছবিঃ সংগৃহীত

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিফা রেফারি, সহকারি-রেফারি পরীক্ষায় বাংলাদেশের একমাত্র নারী ফিফা রেফারি জয়া চাকমা উত্তীর্ণ হয়েছেন। পুরুষ রেফারিদের মধ্যে শুধুমাত্র বিটুরাজ বড়ুয়া পাশ করেছেন। সঙ্গে সহকারি রেফারি সাতজন পাশ করেছেন। 

আজ ফিটনেস টেস্টের তিন পর্বেই দারুণভাবে উতরে গেছেন এই ফিফা রেফারি। এর আগে ভারতে দুই পর্বে উতরালেও চক্করে গিয়ে ফেল করেছিলেন। ফিফা রেফারি হতে হলে ন্যূনতম দশটি চক্কর দিতে হয়। আজ নির্ধারিত দশ চক্কর ঠিক সময়মতো পূরণ করেছেন জয়া।

জয়ার প্রত্যাবর্তনে বেশ উচ্ছ্বসিত বাফুফের হেড অব রেফারিজ আজাদ রহমান, ‘সে দারুণ কামব্যাক করেছে। ভারতে সে কাঙ্ক্ষিত মানের চেয়ে কিছুটা পিছিয়ে ছিল। অল্প কয়েকদিনের মধ্যে নিজের ফিটনেস লেবেলকে উন্নতি করে আজ সুন্দরভাবে পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে।’ 

আজ যারা ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলেন তারা আগামী বছর ফিফা রেফারি, সহকারি-রেফারির জন্য বিবেচিত হবেন। বাফুফে উত্তীর্ণদের নাম ফিফায় পাঠাবে। ফিফার আনুষ্ঠানিক স্বীকৃতি মিললে তারা ফিফা ব্যাজধারী হবেন। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর