-2021-08-30-16-37-02.jpg)
জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা নুরুল হাসান সোহান উইকেটরক্ষকের ভূমিকায় থাকছেন নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচে। এই সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন মুশফিক।
সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোমবার (৩০ আগস্ট) জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানান, সিরিজের উদ্বোধনী ম্যাচে সোহানই থাকবেন উইকেটরক্ষকের ভূমিকায়। এমনকি প্রথম দুই ম্যাচেই সোহানকে দিয়ে কিপিং করানোর পরিকল্পনা দলের।
তিনি বলেন, ‘অবশ্যই, সোহান আবারও কিপিং করবে। প্রথম দুই ম্যাচে তার কাঁধে উইকেটকিপিংয়ের দায়িত্ব রাখার পরিকল্পনা রয়েছে। প্রত্যেকে ২ ম্যাচ করে সুযোগ পেলে হয়ত পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নিতে পারব (উইকেটরক্ষক হিসেবে কে এগিয়ে)। তাই হ্যাঁ, সোহান প্রথম ম্যাচে কিপিং করবে।’
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে বিকেল ৪টায়। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
আপনার মূল্যবান মতামত দিন: