ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে পাওয়া যাবে না ‘সিআর ৭’-কে

সময় ট্রিবিউন | ২৮ আগষ্ট ২০২১, ২২:০৫

ছবি : ইন্টারনেট

১২ বছর পর ফের লাল জার্সিটা পরবেন তিনি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সিতে সাত নম্বর থাকবে কী? প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী তা সম্ভব নয়। মৌসুম শুরু হয়ে গিয়েছে এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাত নম্বর জার্সিটি এডিসন কাভানির দখলে। অর্থাৎ সিআর ৭-কে এই মৌসুমে দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম।

প্রিমিয়ার লিগের নিয়ম বলছে, মৌসুম শুরুর আগে দলের প্রতিটা খেলোয়াড়কে জার্সি নম্বর-সহ নথিভুক্ত করতে হবে। সেই মৌসুমে যদি কেউ ক্লাব ছাড়েন তবেই সেই ফুটবলারের জার্সি অন্য কেউ পরতে পারবেন। সেই নিয়ম অনুযায়ী যেহেতু ম্যাঞ্চেস্টারের সাত নম্বর জার্সি পরছেন কাভানি, রোনাল্ডোকে অন্য কোনও নম্বরের জার্সি পরতে হবে।

এখনও অবধি এই নিয়মে কোনও বদল আনেননি ইপিএল কর্তৃপক্ষ। রোনাল্ডোর জন্য নিয়মে বদল করা হবে কি না তা সময় বলবে। কাভানিকে ছেড়ে দেওয়ারও কোনও পরিকল্পনা নেই ম্যাঞ্চেস্টারের। তাই রোনাল্ডোর সাত নম্বর জার্সি পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনে ২৮ নম্বর জার্সি পরতেন রোনাল্ডো। ১২ বছর পর পুরনো ক্লাবে ফিরে কি সেই নম্বরের জার্সিই পরতে দেখা যাবে তাঁকে? জানতে হলে ফুটবল ভক্তদের করতে হবে অপেক্ষা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর