জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন রোনালদো। কিন্তু শেষ দিকে সব কিছু পাল্টে যায়। মত পাল্টে পুরনো ঠিকানা ওল্ড ট্রাফোর্ডে ফিরলেন এ পর্তুগিজ ফুটবল মহাতারকা।
খবর নিশ্চিত করে ম্যানইউ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের সঙ্গে নিশ্চিত করছে যে রোনালদোর দলবদল নিয়ে জুভেন্টাসের সঙ্গে চুক্তি হয়েছে। এখন কেবল ব্যক্তিগত শর্তাবলী, ভিসা ও স্বাস্থ্যগত পরীক্ষা বাকি।’
এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও স্বাস্থ্য পরীক্ষা বাকি রোনালদোর।
ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো জানিয়েছেন, রোনালদোকে কিনতে ইউনাইটেডের খরচ হয়েছে প্রায় ২০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ২০০ কোটি টাকা ।
২০০৩ সালে যোগ দিয়ে রোনালদো তারকা হয়ে উঠেন ম্যানচেস্টার ইউনাইটেডেই। ২০০৯ সালে ম্যানইউ ছেড়ে চলে যান স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে।
আপনার মূল্যবান মতামত দিন: