ব্রেমারকে গোলবন্যায় ভাসিয়েছে বায়ার্ন, জিতেছে ১২-০ গোলে। জার্মান কাপের প্রথম রাউন্ডে বুধবার রাতে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচে বায়ার্নের প্রতিপক্ষ ছিল ব্রেমার।
ম্যাচে ছিলেন না রবার্ট লেভানদোস্কি ও ম্যানুয়েল নয়্যারের মতো তারকারা। বায়ার্নের পক্ষে একাই চারটি গোল করেছেন এরিক চোপো মটিং। ম্যাচের ৮, ২৮, ৩৫ এবং ৮২ মিনিটে গোলগুলো করেন তিনি। দুটি গোল করেন জামাল মুসিয়ালা। ম্যাচের ১৬ ও ৪৮ মিনিটে গোল দুটি করেন তিনি।
এ ছাড়া একটি করে গোল করেছেন তিলম্যান, লিরয় সানে, কুইসেন্স, বুনা সার, তুলিসো। অন্য গোলটি আসে আত্মঘাতী থেকে। ম্যাচে বায়ার্নের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি ব্রেমার। ম্যাচের ৭২ শতাংশ সময় বল বায়ার্নের খেলোয়াড়দের পায়েই ছিল।
২৪ বছরের মধ্যে এটি বায়ার্নের সবচেয়ে বড় ব্যবধানের জয়। ১৯৯৭ সালে ডিজেকে ওয়াল্ডবার্গকে ১৬-১ গোলে হারিয়েছিল তারা।
আপনার মূল্যবান মতামত দিন: