লর্ডস টেস্টে জয় পেল ভারত

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ১৯:০৪

ছবি : ইন্টারনেট

লর্ডস টেস্টের শেষ দিনে ম্যাচ কখনো মনে হয়েছে ইংল্যান্ডের, আবার পরোক্ষণেই মনে হয়েছে ভারতের। শেষ পর্যন্ত ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে দারুণ জয় পেয়েছে ভারত। ফলে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট ১৫১ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে কোহলিরা।

দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের শেষ ৮ ওভারে ভারতের দরকার ছিলো ১ উইকেট। ক্রিজে ছিলেন জেমস অ্যান্ডারসন আর মার্ক উড। ভারতের পেসার মোহাম্মদ সিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে আউট হন অ্যান্ডারসন। বাঁধভাঙা উল্লাসে মাতে টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে লোকেশ রাহুলের ১২৯ আর রোহিত শর্মার ৮৩ রানে ভর করে ৩৬৪ রান করেছিল ভারত। জবাবে জো রুটের হার না মানা ১৮০ রানের মহাকাব্যিক ইনিংসে ৩৯১ রানের পুঁজি পায় ইংল্যান্ড।

প্রথম ইনিংসে লিড পাওয়া ইংলিশরা জয়ের সুবাস পাচ্ছিল ১৯৪ রানে ভারতের ৭ উইকেট তুলে নিয়ে। ২০৯ রানে অষ্টম উইকেটও হারিয়ে ফেলে কোহলির দল।

কিন্তু পঞ্চম দিনের প্রথম সেশনে এসে ম্যাচ ঘুরিয়ে দেন লোয়ার অর্ডারের জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ শামি। ২০ ওভারের অবিচ্ছিন্ন জুটিতে গুরুত্বপূর্ণ ৮৯ রান যোগ করেন তারা। ফলে হারের শঙ্কায় থাকা ভারত উল্টো ইংল্যান্ডকে ছুড়ে দেয় ২৭২ রানের জয়ের লক্ষ্য। দিনের খেলা তখন বাকি ৬০ ওভারের মত।

এই ৬০ ওভারও ইংল্যান্ড টিকতে পারবে কি না, সেই শঙ্কা তৈরি হয় শুরু থেকেই। দলের বোর্ডে মাত্র ১ রান উঠতেই ইংলিশরা হারিয়ে বসে দুই ওপেনার ররি বার্নস আর ডম সিবলি। বার্নস বুমরাহ আর সিবলি শিকার হন শামির।


এরপর ড্র মাথায় রেখে বল খেতে থাকা হাসিব হামিদও ৯ রানের বেশি করতে পারেননি, ৪৫ বল খেলে এলবিডব্লিউ হন ইশান্ত শর্মার বলে। ২৪ বলে ২ করা জনি বেয়ারস্টোকেও চা-বিরতির আগের ওভারে একইভাবে ফেরান ভারতীয় এই পেসার। ৬৭ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে ইংল্যান্ড।

জো রুট বরাবরের মতো হাল ধরে ছিলেন। কিন্তু বিরতির ঠিক পর ইংলিশ অধিনায়ককেও তুলে নেন বুমরাহ। তার দুর্দান্ত এক ডেলিভারিতে এজ হয়ে প্রথম স্লিপে কোহলির ক্যাচ হন রুট (৬০ বলে ৩৩)। তখনই মোটামুটি ম্যাচটা হেলে পড়েছে ভারতের দিকে।

দিনের খেলা তখনও ২৮ ওভারের মতো বাকি আছে। জস বাটলার (৯৬ বলে ২৫) মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করলেও দলকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। তাকে আউট করার ওভারেই শেষ উইকেটটিও তুলে নেন সিরাজ। ইংলিশরা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১২০ রানেই।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর