শিরোপা জিতে নতুন মৌসুম শুরু করল চেলসি। ভিয়ারিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপ ছিনিয়ে নিয়েছে চেলসি। প্রতি মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নের মধ্যে হয় এই ম্যাচ।
বুধবার রাতে বেলফাস্টের উইন্ডসর পার্কে টাইব্রেকারে স্প্যানিশ প্রতিপক্ষকে ৬-৫ গোলে ধরাশায়ী করেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা ছিল ১-১ গোলে সমতা। হাকিম জিয়াশের গোলে লিড পায় চেলসি। বিরতির পর জেরার্দ মরেনো সমতা এনে দেন ভিয়ারিয়ালকে। অতিরিক্ত সময়েও ম্যাচ থেকে যায় অমীমাংসিত। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যূটআউটে।
টাইব্রেকারে দুই দলই প্রথম পাঁচ শট থেকে চারটি করে গোল পায়। ছয় নম্বর শটে লক্ষ্যভেদ করে চেলসি ও ভিয়ারিয়াল। সাত নম্বর শটটি কাজে লাগান চেলসির আন্টোনিও রুডিগার। তবে ভিয়ারিয়ালের রাউল আলবিওলের শট রুখে দেন চেলসির বদলি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।
নতুন মৌসুম শুরুর আগে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ বিজয়ীর মধ্যে হয় এক ম্যাচের এ ফুটবল আসর।
আপনার মূল্যবান মতামত দিন: