সময়টা ভালোই যাচ্ছে সাকিব আল হাসানের। এক সুখবর পেতে না পেতেই পেয়েছেন আরেক সুখবর। আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আবারো শীর্ষে উঠে এসেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিশ্বসেরা ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেডেন ওয়ালশ জুনিয়রকে পিছনে ফেলে আইসিসির মাস সেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড ছিনিয়ে নিয়েছেন সাকিব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা। । সেখানে ব্যাট হাতে ১১৪ রান এবং বল হাতে ৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন সাকিব আল হাসান। পঞ্চম ম্যাচে মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা।
সেই ম্যাচে চার উইকেট নেওয়ার পথে প্রথম স্পিনার এবং ইতিহাসের লাসিথ মালিঙ্গার পর দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব।
এছাড়া জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন সাকিব। ফলে ৩৪ রেটিং পয়েন্ট পেয়ে মোট ২৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন সাকিব।
আপনার মূল্যবান মতামত দিন: