পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সফর শেষ করেই কিউইরা যাবে পাকিস্তানে।
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের চূড়ান্ত ঘোষণার এক দিন পর পাকিস্তান সফরের সূচিও চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, ১১ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছে ১৭ সেপ্টেম্বর থেকে মাঠের লড়াইয়ে নামবে কিউইরা।
এই সফর দিয়ে নিউজিল্যান্ড ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে খেলবে। দুই দলের সিরিজ শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে লাহোরে। সেখানে ২৫, ২৬ ও ২৯ সেপ্টেম্বর এবং ১ ও ৩ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সফর শেষ করে নিউজিল্যান্ড দল পাকিস্তানে পৌঁছে অবশ্য পা রাখবে ইসলামাবাদে। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দলটি রুম কোয়ারেন্টিন পালন করবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটারের বাংলাদেশ ও পাকিস্তান সফর নিয়ে অবশ্য সংশয় রয়েছে।
একনজরে নিউজিল্যান্ডের পাকিস্তান সফরের সূচি
১৭ সেপ্টেম্বর – ১ম ওয়ানডে – রাওয়ালপিন্ডি
১৯ সেপ্টেম্বর – ২য় ওয়ানডে – রাওয়ালপিন্ডি
২১ সেপ্টেম্বর – ৩য় ওয়ানডে – রাওয়ালপিন্ডি
২৫ সেপ্টেম্বর – ১ম টি-টোয়েন্টি – লাহোর
২৬ সেপ্টেম্বর – ২য় টি-টোয়েন্টি – লাহোর
২৯ সেপ্টেম্বর – ৩য় টি-টোয়েন্টি – লাহোর
১ অক্টোবর – ৪র্থ টি-টোয়েন্টি – লাহোর
৩ অক্টোবর – ৫ম টি-টোয়েন্টি – লাহোর
আপনার মূল্যবান মতামত দিন: