মিরপুরে অস্ট্রেলিয়া বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ১৩১ রান। ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা। লেগ স্টাম্পের ওপর করা মিচেল স্টার্কের বলটাকে বাউন্ডারির বাইরে আছড়ে যেন মোহাম্মদ নাঈম শুরু থেকেই আক্রমণের অভিপ্রায়টা জানান দিচ্ছিলেন। তবে সে ‘টোন’টা বাংলাদেশ এরপর ধরে রাখতে পারল কোথায়? পাওয়ার প্লেতে খেলেছে একের পর এক ডট, যা একটু করে চাপ বাড়িয়ে যাচ্ছিল স্বাগতিকদের ওপর। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব।
শুরুতেই সাজঘরে সৌম্য সরকার। রীতিমতো হাসফাঁস করছিলেন উইকেটে, শেষ পর্যন্ত নিজেই নিজের বিপদ ডেকে আনলেন বাঁহাতি এই ওপেনার।
জশ হ্যাজলেউডের বলটি বানিয়ে মারতে গিয়েছিলেন, কাট করে সেটি নিজের উইকেটেই টেনে আনলেন। ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলের ঘটনা। আত্মঘাতী সৌম্য ৯ বলে করেন মাত্র ২ রান।
মন্থর ব্যাটিংয়ে সেই যে চাপ ভর করল, সেটা তাড়ান গেল না ইনিংসের শেষ পর্যন্ত। শেষমেশ বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে সাত উইকেট হারিয়ে ১৩১ রানে। ফলে প্রথম ম্যাচ জিততে অজিদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩২ রানের।
আপনার মূল্যবান মতামত দিন: