অনিশ্চয়তায় সাকিবের আইপিএল

সময় ট্রিবিউন | ২২ মার্চ ২০২১, ০৯:৪৬

ছবিঃ টুইটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরে খেলা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে সাকিব আল হাসানের। বাঁহাতি অলরাউন্ডারকে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে পাঠানো হতে পারে। এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। শ্রীলঙ্কা সফর থেকে ছুটি দিলেও সাকিবের আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া নিয়ে নতুন করে চিন্তা করা হবে বলে জানিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়ে সাকিব যে আবেদন করেছিলেন, সেখানে কোথাও লেখা নেই তিনি টেস্ট খেলতে চান না; এমন দাবি করে বিসিবির দিকে অভিযোগের আঙুল তুলেছেন বাংলাদেশ অলরাউন্ডার। শনিবার এক ফেসবুক লাইভে বাঁহাতি এই অলরাউন্ডার জানিয়েছেন, তার ছুটির চিঠিটি বিসিবির কেউ পড়েননি। এমনকি আকরাম খানও চিঠিটি পড়েননি বলে ধারণা সাকিবের।

সাকিবের বলা কথাই 'কোট' করে আকরাম খান বলেন, সাকিব যেহেতু বলেননি তিনি টেস্ট খেলতে চান না, এর মানে দাঁড়ায় সাকিবের টেস্ট খেলার ইচ্ছা আছে। এ কারণে সাকিবের আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া নিয়ে আলাপ-আলোচনা করবেন বিসিবির কর্তারা। টেস্ট খেলতে চাইলে সাকিবকে শ্রীলঙ্কা সফরে পাঠানো হবে।

রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসবভনে জরুরি এক বৈঠকের পর এসব কথা বলেন আকরাম খান। তিনি বলেন, 'ও চিঠি দিয়েছে, আমি নাকি চিঠি পড়িনি, অনেকেই আপনারা ফোন করেছেন। আমি হয়তো ভুল বুঝতে পারি চিঠিটা, ও টেস্ট খেলতে চাচ্ছে ওর কথায় বোঝা গেছে। কাল-পরশু বোর্ডের সবাই মিলে আলাপ-আলোচনা করব, ওর অনাপত্তিপত্র নিয়ে আমরা চিন্তা করব। ও যদি টেস্ট খেলতে আগ্রহী হয় তাহলে ও যাবে শ্রীলংকা সিরিজে টেস্ট খেলতে।'

চিঠিটা কি আপনি আসলেই পড়েননি? এমন প্রশ্নের উত্তরে আকরাম খান বলেন, 'সাকিব যেটা বলেছে চিঠির মধ্যে, আমরা শ্রীলঙ্কায় যে সিরিজটা খেলতে যাচ্ছি, সেটা না খেলে সে আইপিএল খেলতে চাচ্ছে। তো শ্রীলঙ্কায় আমরা কী খেলতে যাচ্ছি তা আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানে। এ কথাটা সেখানে উল্লেখ করা আছে। তারপরও সে যেহেতু নিজের মুখে বলেছে যে সে টেস্ট খেলতে চায়, এটা নিয়ে আলোচনা হবে।'

সাকিবের ফেসবুক লাইভের পরদিনই জরুরি বৈঠকে বসলেন বিসিবির কয়েকজন পরিচালক। তবে আকরাম খান জানিয়েছেন, বৈঠকের কারণ ভিন্ন। কারণ এই সময়ে এসব নিয়ে আলাপ-আলোচনা হলে নিউজিল্যান্ডে দলের ওপর প্রভাব পড়তে পারে।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, 'আজ আমারা এই ব্যাপারে বৈঠকে বসিনি। যতটুকু জানি সাকিব লম্বা ইন্টারভিউ দিয়েছে, আজ পরিকল্পনা করেছি ওটা দেখতে হবে। কী বলেছে না বলেছে সেটা আমরা জানি না। কিছুটা শুনেছি। আজ প্রধানত বৈঠকটা হয়েছে নিউজিল্যান্ডে খেলা নিয়ে। আগামী ৬-৭ দিনের মধ্যে ওয়ানডে টি-টোয়েন্টি আছে। ওসব নিয়ে আমরা আলোচনা করেছি। এটাও আলোচনা করেছি আমাদের কোনো ব্যাপার নিয়ে টিমের মধ্যে যেনো প্রভাব না পড়ে।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর