ট্রফি হাতে ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব-তামিম

সময় ট্রিবিউন | ২১ জুলাই ২০২১, ২৩:০৩

ছবিঃ সংগৃহীত

ঈদ উদযাপনে মেতেছে ঠিক এমন সময় টাইগাররা জিম্বাবুয়েতে প্রথম টি-টোয়েন্টি কীভাবে জেতা যায় সেটার ছক কষছে। তার আগে ঈদের নামাজ আদায় করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। সুদূর জিম্বাবুয়ে থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। এবারের ঈদুল আজহা সেখানেই পালন করছেন তারা। তার আগে জিম্বাবুয়েকে তাদেরই মাঠে প্রথমবার হোয়াইওয়াশ করে টাইগারভক্তদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন সাকিব, তামিমরা।

ঈদের নামাজ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। 

পোস্টে তামিম লিখেছেন, ‘বাড়ি থেকে দূরে দ্বিতীয় পরিবারের সঙ্গে ঈদের নামাজ আদায় করলাম। আপনার যা কিছু আছে তা নিয়েই আল্লাহর নেয়ামতকে স্বীকার করুন। আপনার প্রার্থনা এবং ত্যাগ কখনই ফিরিয়ে দেয়া হবে না।’

এইদিকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সাকিব আল হাসান।

সাকিব তার পোস্টে লিখেছেন, ‘পবিত্র এই ঈদ প্রিয়জনদের সঙ্গে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর