জিম্বাবুয়ে সফরে গিয়ে একমাত্র টেস্ট ম্যাচ খেলে ওয়ানডে সিরিজের আগে তড়িঘড়ি করে দেশে ফিরে আসেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর সফরের মাঝপথে চলে আসার কারণ ছিল তার বাবা-মা করোনা আক্রান্ত হওয়া। সে খবর শুনে দেশে এসে গণমাধ্যমে এ বিষয়ে কিছু না জানালেও আজ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা দিয়ে বাবা-মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানান মুশফিক।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুশফিক লিখেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য আনন্দময় একটি ঈদের দোয়া করছি। দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে। আমাদের আশপাশের অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হোন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।’
বাবা-মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি লিখেন, ‘আরও জানাতে চাই, আল্লাহ্র রহমতে আমার বাবা-মা সুস্থতার পথেই রয়েছেন। যারা আমার বাবা-মায়ের খোঁজখবর নিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।’
আপনার মূল্যবান মতামত দিন: