করোনা পরিস্থিতিতেই অবশেষে শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিক। এবারের আসর বসবে জাপানের টকিওতে। করোনাবিষয়ক সব রকমের সর্তকতা নিয়েই আগামী ২৩ জুলাইয়ে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় আসরের।
আর অলিম্পিকে অংশ নিতে জাপানে যাওয়ার পর নিখোঁজ হয়েছেন উগান্ডার এক অ্যাথলেট।
জাপান সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিম জাপানে পুলিশের সহায়তায় তাকে খোঁজা হচ্ছে। উগান্ডা থেকে আসা দলটি ওই এলাকাতেই অবস্থান করছে।
রয়টার্স আরো জানায়, নিখোঁজ অ্যাথলেট একজন ভারোত্তোলক। পিসিআর পরীক্ষার সময় নিখোঁজ হন তিনি।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: