ডাচদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্র

সময় ট্রিবিউন | ২৮ জুন ২০২১, ১০:১৯

ছবি : ইন্টারনেট

ইউরোর শেষ ষোলোর তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে চেক প্রজাতন্ত্র। রোববার (২৭ জুন) রাতে আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচটিতে ২-০ ব্যবধানে জিতেছে চেক প্রজাতন্ত্র।

শুরু থেকেই সমানে সমান লড়তে থাকে দুই দল। ম্যাচের শুরুতে ৮ ও ১৮ মিনিটে ডাচরা সুযোগ পেয়েও ম্যাচে এগিয়ে যেতে পারেনি। পাল্টা আক্রমণে উঠে ২২ ও ২৮ মিনিটে চেকরা আধিপত্য দেখিয়েছে। কিন্তু দুটি আক্রমণ থেকে কোনও গোল আসেনি। পেত্র শেভশিক কিংবা পাত্রিক শিক শট থেকে গোল আদায় করতে পারেননি। ৩৭ মিনিটে তো চেকরা সুবর্ণ সুযোগ হারায়। ৫১ মিনিটে ডাচদের ডনিয়েল মালেন প্রতিপক্ষের গোলকিপারকে একা পেয়ে কাটাতে গিয়ে সুযোগ হারান।চেকদের আক্রমণের মুখে আত্মসমর্পণ করতে হয়েছে। ৬৮ মিনিটে চেকরা প্রথম গোল করে। ৮০ মিনিটে ব্যবধান বাড়িয়ে কার্যত ডাচদের ছিটকে দেয় চেকরা।

১৯৭৬ সালে একবারই ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছিল চেক। ১৯৯৬ সালে হয়েছে রানার্স-আপ। এবার আবারও ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর