-2021-06-24-01-29-15.jpg)
প্রথম দু’ম্যাচে ড্র। এমন অবস্থায় বুধবার ইউরো কাপে স্লোভাকিয়ার বিরুদ্ধে জিততেই হত স্পেনকে। জয় তো এলই, সেই সঙ্গে লুই এনরিকের ছেলেরা গড়ল নতুন নজির। ৫-০ ব্যবধানে স্লোভাকিয়াকে হারিয়ে শেষ ষোলয় উঠে গেল তারা। ম্যাচে দুটি আত্মঘাতী গোল হল।
ইউরো কাপের ইতিহাসে ৪৩টি ম্যাচ খেলেছে স্পেন। এটাই তাদের বৃহত্তম জয়। এই প্রথম বিপক্ষকে পাঁচ গোল দিল তারা। প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল স্পেন। কিন্তু আলভারো মোরাতার শট বাঁচিয়ে দেন বিপক্ষ গোলরক্ষক মার্টিন দুব্রাভকা। কিছুক্ষণ পরেই তিনিই হয়ে গেলেন খলনায়ক। দূর থেকে শট নিয়েছিলেন পাবলো সারাবিয়া। তাঁর শট ক্রসবারে লেগে উপরে উঠে যায়। সেই বল ক্লিয়ার করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন দুব্রাভকা।
প্রথমার্ধেই ২-০ করে দেন আয়মেরিক লাপোর্তে।দ্বিতীয়ার্ধে স্লোভাকিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে পরপর গোল করে যান সারাবিয়া, ফেরান তোরেস। শেষ গোলটি জুরাজ কুচকার আত্মঘাতী।
আপনার মূল্যবান মতামত দিন: