ঢাকা প্রিমিয়ার লিগে অসদাচারনের দায়ে সাব্বির রহমানকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার সুলতান মাহমুদকেও গুনতে হয়েছে অর্ধলক্ষ টাকা জরিমানা। সাব্বিরের বিরুদ্ধে অভিযোগকারী ইলিয়াস সানিকে করা হয়েছে সতর্ক।
ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার ওল্ড ডিওএইচএস এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচের সময় বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অফ রুপগঞ্জের খেলোয়াড় সাব্বির রহমান মাঠের বাইরে থেকে শেখ জামালের খেলোয়াড় ইলিয়াস সানিকে গালিগালাজ ও ইট ছুড়ে সাব্বির । এতেই সাব্বির রহমানের বিরুদ্ধে শাস্তির আবেদনে ক্রিকেট কন্ট্রোল অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) দেওয়া চিঠিতে লিখেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ। এই ঘটনার শুনানির পর উভয় পক্ষকেই জরিমানা করার নিয়েছে সিসিডিএম।
আপনার মূল্যবান মতামত দিন: