-2021-06-17-13-17-10.jpg)
বিশ্বকাপ বাছাই পর্বের খেলা শেষ করে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১৭ জুন) ভোর ৪টায় ঢাকায় পৌঁছায় তপু- জামালরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ এর কারণে কাতার থেকে ফিরে এসে তিন দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে ফুটবলারদের। সেই কোয়ারেন্টাইন শেষ করেই আবার ব্যস্ত শিডিউলের মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপ বাছাই পর্বে ৮ ম্যাচ খেলে বাংলাদেশের অর্জন মাত্র দুই পয়েন্ট। আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ দুটিতে ড্র করতে সক্ষম হয়েছিল জামালরা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে জয় না পেলেও সরাসরি এশিয়ান কাপের বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: