সাকিবের শাস্তি মওকুফের আবেদন

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২১, ০৩:৪৮

ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলা চলাকালে মেজাজ হারিয়ে লাথি মেরে স্ট্যাম্প ভাঙা এবং স্ট্যাম্প তুলে আছড়ে ফেলার ঘটনায় তিন ম্যাচের নিষেধাজ্ঞাসহ  ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিব আল হাসানকে।

শাস্তির বিষয়টি সাকিব আল হাসান মেনে নিলেও মানতে পারছে না  মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাই দলের অধিনায়ক  সাকিব আল হাসানের শাস্তি মওকুফ চেয়ে আবেদন করেছে  মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ।

সাকিবের শাস্তি মওকুফ চেয়ে সিসিডিএম ও বিসিবি বরাবর আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটি চেয়ারম্যান মাসুদুজ্জামান।

তিনি বলেন, ‘সাকিবের শাস্তি মওকুফের জন্য আমরা আবেদন করেছি। আবেদনপত্রটি সিসিডএস বরাবর পাঠানো হয়েছে। সেখানে আমরা সিসিডিএমকে অনুরোধ করেছি, তারা যেন সাকিবের শাস্তি মওকুফ করে।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর