ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ পরিচালনা করতে বিকেএসপিতে যাওয়ার পথে আম্পায়ারদের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার সকালে আশুলিয়ায় এই হামলা চালানো হয় বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, আশুলিয়ার দিকে আম্পায়ারদের বহনকারী মাইক্রোবাসে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। মাইক্রোর পেছনের কাচ ভেঙে গেছে।
আরেকটি সূত্র জানিয়েছে, আজকের ইট-পাটকেল নিক্ষেপ সাম্প্রতিক বিতর্কের কারণে নয়। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সড়ক অবরোধ করা সাভারের পোশাক শ্রমিকদের বাধার মুখে পড়ে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বহনকারী গাড়ি।
শ্রমিকদের বিক্ষোভের সময় এমন ঘটনা ঘটে।আজ সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে দুইটি ম্যাচ ছিল। প্রথম ম্যাচ সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল।
আপনার মূল্যবান মতামত দিন: