লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙলেন সাকিব

সময় ট্রিবিউন | ১২ জুন ২০২১, ০০:৪৪

ছবি : ইন্টারনেট

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ চলাকালীন সময় আউট না দেওয়ায় স্ট্যাম্পে লাথি দিয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার (১১ জুন) প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডানের ম্যাচে এ ঘটনা ঘটে।

আবাহানীর লক্ষ্য ১৪৬ রান।  ৯ রানেই ৩ উইকেট হারায়  মোহামেডান। ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহীম প্যাডে। সাকিব এলবিডব্লিউয়ের আবেদন করেন, কিন্তু আম্পায়ার তাতে অনড়। কিন্তু এরপরই বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসেন সাকিব আল হাসান।  আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে স্ট্যাম্পে লাথি মেরে ননস্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন।আম্পায়ারের সঙ্গে তর্ক হয় তার। এবার এক পর্যায়ে গিয়ে উপড়ে ফেলা স্টাম্পের একটি নিয়ে উল্টো করে আবার মাটিতে পোঁতার চেষ্টা করতে দেখা যায় তাকে। মাঠে উত্তপ্ত পরিস্থিতির শেষ পর্ব সাকিবরা মাঠ ছাড়ার সময়। আবাহনীর ড্রেসিং রুমের দিকে অশালীন ভঙ্গি করেন তিনি। এসময় আবাহনীর ড্রেসিং রুমের বাইরে থেকে তার দিকে কিছু বলতে বলতে এগিয়ে যান কোচ খালেদ মাহমুদ। তেড়ে আসেন সাকিবও।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর