বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপের ম্যাচে আফগানদের মুখোমুখি হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন তপু বর্মন।
ম্যাচের শুরু থেকে আফগানদের পক্ষে ছিল সকল নিয়ন্ত্রন কিন্ত ম্যাচ শেষ হয় ১-১ সমতায়। প্রথমার্ধে গোলের মুখ দেখেনি কেউই। দ্বিতিয়ার্ধের শুরুতেই ম্যাচের প্রথম গোল করে আমির শরিফি। ৪৮ মিনিটে ডানপ্রান্ত থেকে আহমেদ নাজিমের বাড়ানো পাসে বক্সের মধ্যে বাম পায়ের শটে গোলটি করেন তিনি। এরপর সময় গড়াতে থাকে। ৮০ মিনিটে আক্রমণের সুযোগ পায় বাংলাদেশে কিন্ত আফগান গোলকিপার রুখে দেয় সেই সুযোগ। এরপর
পিছিয়ে পড়ে তপু বর্মনের ৮৪ মিনিটের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপের ম্যাচে আফগানদের মুখোমুখি হয় বাংলাদশ। ৮৪ মিনিটে গোল করে বাংলাদেশেকে সমতায় আনে তপু বর্মন। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়েই মাঠ ছাড়ে দুইদল।
ম্যাচ ড্র হলেও এই ড্র বাংলাদেশের কাছে জয়ের সমান। এক পয়েন্ট বেড়ে বাংলাদেশের পয়েন্ট দুই। তবুও রয়েছে সবার তলানীতে।
আপনার মূল্যবান মতামত দিন: