প্রথমবার এশিয়ান কাপ খেলতে এসে শেষ আটে তাজিকিস্তান

স্পোর্টস ডেস্ক | ২৯ জানুয়ারী ২০২৪, ১৫:২০

প্রথমবার এশিয়ান কাপ খেলতে এসে শেষ আটে তাজিকিস্তান

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলতে এসে চমকের পর চমক উপহার দিচ্ছেতাজিকিস্তান। গতকাল আরব আমিরাতকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছে আসরের নবাগত দেশটি। কাতারের আল রাইয়ানে শেষ ষোলোর ম্যাচ টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে নেয় তাজাকরা। ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল।

এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারই প্রথম মূলপর্বে খেলার সুযোগ পায় তাজিকিস্তান। গ্রুপপর্বে চীন ও লেবাননকে পেছনে ফেলে তাজাকরা শেষ ষোলোয় জায়গা করে নেয় কাতারের সঙ্গী হয়ে। সেখানে রবিবার শক্তিশালী আরব আমিরাতের বিপক্ষেও উজ্জীবিত ফুটবল খেলে মধ্য এশিয়ার দেশটি।

রবিবার রাতে আল রাইয়ানের আহমদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচের ৩০ মিনিটে আমিরাতের জালে বল পাঠিয়ে উল্লাসে মাতে তাজাক শিবির। গোলদাতা ডিফেন্ডার হানোনভ। গোল করেই রক্ষণাত্মক কৌশলে চলে যায় তাজাকরা।

প্রথমার্ধে এই গোলে পিছিয়ে থাকা আমিরাতকে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল হাম্মাদি সমতায় ফেরান। অতিরিক্ত ২০ মিনিটের খেলাও ১-১ গোলে ড্র থাকে। ফলে ম্যাচের ফল বের করতে টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি।


টাইব্রেকারে গিয়ে বাজিমাত করে তাজাকরা। জয় তুলে নেয় ৫-৩ ব্যবধানে। এশিয়ান কাপে গত ৩২ বছরের ইতিহাসে তাজিকিস্তানই প্রথম দেশ, যারা নকআউট পর্বে জয় পেলো। দেশটির ফুটবলে বসন্ত আসন্ন বলছে বিভিন্ন ক্রীড়া সাময়িকী।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর