বিশ্বসেরা নবম স্থানে কাটার মাষ্টার ফিজ

সময় ট্রিবিউন | ২৭ মে ২০২১, ০১:২৫

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে আইসিসি ওয়ানডে র‍্যাংকিং হালনাগাদ করেছে।বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরে এসেছেন পেসার মুস্তাফিজুর রহমান।

বল হাতে দারুণ ছন্দে রয়েছেন কাটার মাষ্টার। গতকাল ৬ ওভার বল করে পেয়েছেন ৩ ইউকেট। জায়গা করে নিয়েছেন নবম স্থানে, এগিয়েছেন ৮ ধাপ। তার উত্থানে এক ধাপ পিছিয়ে প্যাট কামিন্স অবস্থান করছেন দশম স্থানে।

একনজরে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বোলারদের তালিকার শীর্ষ ১০

অবস্থান নাম রেটিং
১ম ট্রেন্ট বোল্ট ৭৩৭
২য় মিরাজ ৭২৫
৩য় মুজিব উর রহমান ৭০৮
৪র্থ ম্যাট হেনরি ৬৯১
৫ম জাসপ্রিত বুমরাহ ৬৯০
৬ষ্ঠ কাগিসো রাবাদা ৬৬৬
৭ম ক্রিস ওকস ৬৬৫
৮ম জশ হ্যাজলউড ৬৬০
৯ম মুস্তাফিজুর রহমান ৬৫২
১০ম প্যাট কামিন্স ৬৪৬

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর