ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে বাংলাদেশ। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি রানে জিতে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে টাইগাররা।
৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ৫০ পয়েন্ট বাংলাদেশের। সমান ৪০ করে পয়েন্ট ইংল্যান্ডে-পাকিস্তান-অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডে ৯ ম্যাচে, পাকিস্তান-অস্ট্রেলিয়া ৬ ম্যাচে অংশ নিয়েছে।
৩০ করে পয়েন্ট রয়েছে আফগানিস্তান-নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের। ২৯ পয়েন্ট ভারতের। জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের ১০ করে পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার ৯, শ্রীলংকার -২ পয়েন্ট।
দল ম্যাচ জয় হার পয়েন্ট
বাংলাদেশ ৮ ৫ ৩ ৫০
ইংল্যান্ড ৯ ৪ ৫ ৪০
পাকিস্তান ৬ ৪ ২ ৪০
অস্ট্রেলিয়া ৬ ৪ ২ ৪০
নিউজিল্যান্ড ৩ ৩ ০ ৩০
আফগানিস্তান ৩ ৩ ০ ৩০
ওয়েস্ট ইন্ডিজ ৬ ৩ ৩ ৩০
ভারত ৬ ৩ ৩ ২৯
জিম্বাবুয়ে ৩ ১ ২ ১০
আয়ারল্যান্ড ৬ ১ ৫ ১০
দক্ষিণ আফ্রিকা ৩ ১ ২ ৯
শ্রীলংকা ৪ ০ ৪ -২
নেদারল্যান্ডস – – – –
আপনার মূল্যবান মতামত দিন: