নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | ২ জানুয়ারী ২০২৪, ১০:১১

নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ঐতিহাসিক এই সিরিজ শেষ করে দেশে ফিরেছে টাইগাররা।

সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান টাইগাররা।

বিশ্বকাপ ব্যর্থতার পরপরই ঘরের মাটিতে শক্তিশালী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। তবে বড় পরীক্ষা ছিল কিউইদের মাটিতে। যেখানে সাদা বলের খেলায় স্বাগতিকদের বিপক্ষে কখনো কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে যায় এই সিরিজের দলে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে না পাওয়ায়।

তবে পরীক্ষাটা ভালোভাবেই উতরে গেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হারলেও লড়াই করেছে টাইগাররা। তৃতীয় ওয়ানডেতে এসেছে বড় সাফল্য। কিউইদের মাটিতে প্রথমবার ওয়ানডে জেতে বাংলাদেশ। সে জয় তো আবার শুধু জয় নয়, স্বাগতিকদের মাটিতে নামিয়ে এনে ৯ উইকেটের দাপুটে জয়। টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই বাজিমাত বাংলাদেশের। নেপিয়ারে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে গুটিয়ে ফেলার পর ৫ উইকেটের জয়। সুযোগ ছিল কিউইদের মাটিতে প্রথমবার সিরিজ জেতারও। তবে দ্বিতীয় ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় ম্যাচে হারে বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর