শ্রীলঙ্গা দলে করোনার হানা, প্রথম ওয়ানডে নিয়ে শঙ্কা

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ১৯:১৬

ছবি : ইন্টারনেট

বাংলাদেশ-শ্রীলঙ্গা সিরিজের প্রথম ওয়ানডে আজ কিন্ত তার  আগেই বড় ধরনের দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাধা হয়ে দাড়াল করোনা। শ্রীলঙ্গা দলের দুজন খেলোয়াড় ও বোলিং কোচ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে শঙ্কা দেখা দিয়েছে আজকের ম্যাচ নিয়েও।

করোনা টেস্টে পজেটিভ এসেছে বোলিং কোচ চামিন্দা ভাস এবং  খেলোয়াড় ইসুরু উদানা আর শিরান ফার্নান্ডোর

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনা হানায় ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে ম্যাচটি ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা।  

উল্লেখ্য, ১৬ মে বাংলাদেশে পৌঁছানোর পর তিন দিন হোটেল কোয়ারেন্টিনে ছিলেন লঙ্কান ক্রিকেটাররা।  জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলেছেন অনুশীলন ম্যাচ। তবে রুটিনমাফিক করোনা পরীক্ষায় সেই বলয়েরই ৩ জন সদস্যের দেহে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর