ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষ, দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | ১২ নভেম্বর ২০২৩, ১৪:০৯

ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষ, দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে ঢাকায় পৌঁছেছেন লিটন-তাসকিনরা। রোববার সকাল ১০টার পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমান।

শনিবার বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার কাছে পুনেতে সেই ম্যাচে টাইগাররা হেরে যায় ৮ উইকেটে। ব্যর্থতার বোঝা মাথায় চেপেই দেশে ফিরছেন ক্রিকেটাররা।

বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে ভারত ছেড়েছে বাংলাদেশ দল। আসরে ৯ ম্যাচ খেলে মাত্র দুটোতে জয় পেয়েছে টাইগাররা। হারের চেয়েও বিদঘুটে ছিল হারের ধরণ, কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি সাকিব আল হাসানের দল।

রোববার এক চাটার্ড বিমানে ভারত ছাড়ে বাংলাদেশ দল। সকাল ৯টায় তাদের ঢাকায় ফেরার কথা থাকলেও শিডিউল বিপর্যয়ে এসে পৌঁছাতে হয় সকাল ১০টার পর। এখনো অবশ্য বিমানবন্দর ছেড়ে বের হতে পারেননি ক্রিকেটাররা।

দলের সাথে ফেরেননি সদ্য বিদায় নেয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। নেই আরেক বিদায়ী শ্রিনিবাস চন্দ্রশেখরনও। ভারত থেকেও শ্রীলঙ্কা চলে গেছেন রঙ্গনা হেরাথ। জানা গেছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে কেবল আছেন দলের সাথে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর