প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার সাধারন মানুষ সহ সাংবাদিক মহল। তাদের সাথে এবার একাত্মা প্রকাশ করেছেন ক্রীড়া বিটের সাংবাদিকরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জানানো হয়েছে প্রতিবাদ।
মঙ্গলবার (১৮ মে) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রতিবাদ জানান ক্রীড়া সাংবাদিকরা। এ সময় তারা মাঠে বসে নিজেদের ক্যামেরা ও সংবাদ সংগ্রহের যাবতীয় সরঞ্জামাদি সামনে রেখে প্রতিবাদ জানান।
মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামেও সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে জানান ক্রীড়া সাংবাদিকরা। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে মিরপুরে দলের অনুশীলন শুরুর আগে গ্যালারিতে একত্রিত হয়ে নিজেদের অবস্থা্ন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
‘জার্নালিসম ইজ নট এ ক্রাইম’ এবং হ্যাশট্যাগ ফ্রি রোজিনা, জাস্টিস ফর রোজিনা.. লেখা ব্যানার নিয়ে প্রতিবাদ জানান ক্রীড়া সাংবাদিকরা।
উল্লেখ্য, পেশাগত কাজে দায়িত্ব পালনের সময় সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার শিকার হন সাংবাদিক রোজিনা। এ সময় তাকে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে শাহবাগ থানায় নেওয়া হয় এবং মামলা দায়েরের পর রাতভর সেখানে আটক রাখার পর সকালে আদালতে নেওয়া হয়। তারপর রোজিনা ইসলামের রিমান্ড আবেদন করলে তা বাতিল করে দেন বিজ্ঞ আদালত।
আপনার মূল্যবান মতামত দিন: