সপ্তম শিরোপার আশায় মাঠে নামছে আর্জেন্টিনা 

সময় ট্রিবিউন ডেস্ক | ২১ মে ২০২৩, ০১:৩৬

সংগৃহীত
আজ শনিবার দিবাগত রাতে শুরু হচ্ছে ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ। টুর্নামেন্টের আয়োজক দেশ আর্জেন্টিনা। যেখান থেকে উঠে আসবে ফুটবলের আগামী তারকারা।  
 
১৯৭৭ সালে চালু হওয়া অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের এবার ২৩তম আসর। চলবে ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত। আগের ২২ প্রতিযোগিতায় সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার।  
 
স্বাগতিক দল হিসেবে আর্জেন্টিনা আছে 'এ' গ্রুপে। উজবেকিস্তান ছাড়া আলবেলিস্তেদের বাকি দুই প্রতিপক্ষ গুয়াতেমালা ও নিউজিল্যান্ড। উদ্বোধনী দিনেই সপ্তম শিরোপার লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলবেলিস্তেরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে উজবেকিস্তানকে। খেলা অনুষ্ঠিত হবে ঘরের মাঠ স্তাদিও ইউনিকো মাদ্রিদে কুইদাদেসে। বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়। 
 
ফিফা র‍্যাঙ্কিংয়ে উজবেকিস্তান মূল দলের অবস্থান ৭৪তম, যেখানে আর্জেন্টিনার মূল দল রয়েছে শীর্ষে। স্বাগতিকদের হারাতে উজবেকিস্তান যুবাদের এদিন দিতে হবে কঠিন পরীক্ষা। খুব বড় কোনো অঘটন না ঘটলে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনাই বেশি আর্জেন্টিনার। 
 
আর্জেন্টিনা তাদের পরের ম্যাচ খেলবে ২৪ মে গুয়েতেমালার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে ২৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে। সবকটি ম্যাচই হবে বাংলাদেশ সময় ভোর রাত ৩টায়।
 
অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের দ্বিতীয় সফল দল আর্জেন্টিনারই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল। সেলেকাওরা চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার। ব্রাজিলের যুবারা নিজেদের প্রথম ম্যাচে ইতালির বিপক্ষে মাঠে নামবে ২১ মে। প্রথম ম্যাচের পর ২৪ মে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল লড়বে ডোমিনিকান রিপাবলিকের বিপক্ষে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২৭ মে মাঠে নামবে ব্রাজিল।
 
এসটি/এসকে  


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর