বাংলাদেশের বিপক্ষেই খেলবেন মেসিরা!

স্পোর্টস ডেস্ক | ১৬ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৪৩

ছবি-সংগৃহীত

আজ আর্জেন্টিনার দবলে আমারিয়া নামক এক সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী জুনেই বাংলাদেশে আসছে আর্জেন্টিনা। জুনের আন্তর্জাতিক উইন্ডোতে বাংলাদেশে আসতে পারেন মেসিরা। ১২ অথবা ২০ জুন ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বর্তমানে সংস্কারাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচটি বাংলাদেশের বিপক্ষেই খেলবেন মেসিরা, এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম টি।
 
জুনে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল, গত জানুয়ারির মাঝামাঝিতে এমন খবর আলোচনায় এসেছিল। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই সংবাদমাধ্যমকে দিয়েছিলেন এই খবর। যদিও এই খবর প্রকাশের পরদিনই এক বিবৃতিতে ‘অনিবার্য কারণবশত’ এ সংক্রান্ত পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে দেয় বাফুফে। এরপর বিষয়টি নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বাফুফের তরফ থেকে।

তবে 'বাংলাদেশের বিপক্ষেই খেলবেন মেসিরা' এ ব্যাপারে বাফুফের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি।

কাতার বিশ্বকাপে প্রথমবার আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অগাধ সমর্থন নজরে আসে মেসিদের। সমর্থনের জন্য বিশ্বকাপের সংবাদ সম্মেলনে বাংলাদেশকে ধন্যবাদও জানান দেশটির কোচ লিওনেল স্কালোনি।

 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর