এশিয়া কাপের শুরুটা করতে হবে ভালো, আর সেটা করতে হলে হারাতে হবে আসরের অন্যতম ব্যালেন্সড দল আফগানিস্তানকে।
প্রথম ধাক্কায় যদি ওদের ব্যাটিং অর্ডার নড়িয়ে না দেয়া যায় তবে সাড়ে সর্বনাশ। আর মঙ্গলবার কাজটা করতে পেসারদের নিতে হবে বাড়তি দায়িত্ব। টাইগার পেসারদের সাম্প্রতিক পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। তবে অলরাউন্ডার মিরাজ বলছেন, বোলিং অ্যাটাকে আছে পর্যাপ্ত রসদ। দেশি বিদেশি যত রথি-মহারথির থাক বাংলাদেশের স্কোয়াডের সাথে, পরামর্শের জন্য টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে আসতেই হয় পেসারদের।
স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট) বিকেল সেশনের অনুশীলনে দলে থাকা সব পেসারকেই সমানে বল ছুড়তে দেখা গেছে। ব্যাট করেছেন, সাকিব, মুশফিক থেকে শুরু করে আফিফ রিয়াদরাও।
এতদিন আফগান স্পিন জুজুতে কাবু ছিলো বাংলাদেশ। তবে, শ্রীলঙ্কার বিপক্ষে ফজল হক ফারুকির পারফরমেন্স দেখেই হয়তো লেগস্পিনের পাশাপাশি পেস খেলার স্কিলটাও ঝালাই করার দরকার মনে করছে টাইগার ব্যাটাররা।
গত এক বছরে টি-টোয়েন্টিতে টাইগার বোলিং পরিসংখ্যান বলছে, সেখানে দাপট স্পিনারদেরই। উইকেট সংখ্যায় সবার ওপরে মোস্তাফিজের অবস্থান হলেও ইকোনমির হিসেবে সাকিব, মেহেদি, নাসুমের মতো বোলাররাই ভরসা যোগাচ্ছেন বেশি।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, নাঈম শেখ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
এশিয়া কাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নাঈম শেখ এবং তাসকিন আহমেদ।
আপনার মূল্যবান মতামত দিন: