ফুটবলে কিক মেরে পড়ে গেল, আর উঠল না

সময় ট্রিবিউন | ৫ মে ২০২১, ০৯:৩৭

পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার লালুয়া ইউপির মহল্লাপাড়ায় মঙ্গলবার বিকেলে ফুটবল খেলা অবস্থায় হটাৎ মৃত্যু হয় ইলিয়াসের-ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ার উপজেলার লালুয়া ইউপির মহল্লাপাড়া নান্নু বিশ্বাসের ঘেরে প্রতিদিনের মতো ফুটবল খেলছিলেন ইলিয়াছ হোসেনসহ (২৪) আরও অনেকেই। খেলা চলা অবস্থায় ইলিয়াছ পায়ে বল পায়। এসময় প্রতিপক্ষ দলের গোল পোস্টে গোল দেয়ার উদ্দেশ্যে বলে কিক দিয়েই মাটিতে লুটিয়ে পরে ইলিয়াছ।

তার বন্ধুবান্ধবসহ অন্যান্যরা ভেবেছিলো সে উঠে দাঁড়িয়ে আবারও বলের পিছনে ছুটবে তবে ইলিয়াছ উঠেনি। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান ইলিয়াছ।

মঙ্গলবার (৪ মে) বিকাল সাড়ে পাচটার দিকে এ ঘটনা ঘটে। ইলিয়াছ নয়াপাড়া গ্রামের ফোরকান পাহলানের ছেলে।

কলাপাড়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. অনুপ কুমার জানান, হাসপাতালে নিয়ে আসার আনুমানিক বিশ মিনিট আগেই ইলিয়াছ মারা যান। তবে তার মৃত্যুর কারণ জানাতে পারেননি ওই চিকিৎসক।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (তদন্ত) আসাদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে এসেছে। আইনানুগ যা যা ব্যবস্থা নেয়া প্রয়োজন পুলিশের পক্ষ থেকে করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর