আসুন এই দশটি রাত ইবাদতে কাটাই’: সাকিব

স্পোর্টস ডেস্ক | ৪ মে ২০২১, ০৮:০৮

ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর। কুরআন ও হাদীসের বর্ণনা অনুযায়ী এ রাত হাজার মাসের চেয়েও উত্তম। এটি একটি ফজিলতপূর্ণ রাত। এই রাতের জন্য বিশেষ ইবাদত ও নামাজ পড়ে থাকেন মুসলমানরা।

রমজান মাসের এ রাত খোঁজ করা নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান।

সোমবার (৩ মে) রাতে তিনি হযরাত মোহাম্মদ (সা.) এর একটি হাদীস নিজের টাইমলাইনে শেয়ার করেছেন।

সেখানে লেখা, ‘রাসুল (সা.) আমাদের রমজানের শেষ দশ রাতে লাইলাতুল কদরের রাতটি খুঁজতে বলেছেন। আসুন আমরা এই দশটি রাত সবার জন্য মঙ্গল কামনা করে ইবাদতে কাটাই। যাতে করে শবে কদরের পবিত্রতা আমাদের কাছে পৌঁছে যায় এবং আমরা সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহ লাভ করি।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর