আইপিএল খেলতে ভারত গেলেন সাকিব

সময় ট্রিবিউন | ২৭ মার্চ ২০২১, ২১:০৪

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফাইল ছবি

শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার আইপিএলে খেলবেন সাকিব আল হাসান। খেলার উদ্দেশ্যে  শনিবার সকালে ভারত গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডারকে চতুর্দশ আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

ভারতের কলকাতা হয়ে সাকিবের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচের ভেন্যু চেন্নাইয়ে যাবেন সাকিব।

সেখানে এক সপ্তাহের কোয়ারেন্টিনের পর দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের এ তারকা অলরাউন্ডার।আইপিএল ক্যারিয়ারে ছয় বছর কলকাতায় কাটানোর পর তিন বছরের বিরতি দিয়ে আবারও ফ্র্যাঞ্চাইজি দলটিতে যোগ দিয়েছেন সাকিব।

আগামী ৯ এপ্রিল শুরু হবে আইপিএল। কলকাতা তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ এপ্রিল, সাকিবেরই সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। তার আগে কোয়ারেন্টিন শেষে নিজেকে প্রস্তুতি করার সময় পাবেন সাকিব।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর