‘ফেসবুক প্রোটেক্ট’ টার্ন অন না করলে কি হবে?

সময় ট্রিবিউন | ২৯ অক্টোবর ২০২১, ০১:৩৭

ছবিঃ সংগৃহীত

‘ফেসবুক প্রোটেক্ট’ নামে একটি টার্ন অন করতে হবে নয়তো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, এমন বার্তা বেশ কিছুদিন ধরেই ফেইসবুকে ঘুরপাক খাচ্ছিল। বিষয়টি নিয়ে ইতোমধ্যে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, ছড়িয়েছে অনেক গুজবও। তবে ফেসবুক ওয়েবসাইটে সর্বশেষ প্রকাশিত বার্তায় ফিচার চালুর ওই বাধ্যবাধকতা সবার জন্য নয় বলে জানা গেছে।

নতুন বার্তায় বলা হয়েছে, আইডিতে ভুয়া বা অন্য নাম ব্যবহার করলে, অবৈধ কিছু পোস্ট, ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ লঙ্ঘন, কিংবা কাউকে হয়রানি করলে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট। এর বাইরে যদি আপনার অ্যাকাউন্টের কোনো ত্রুটি থাকে তবে সে ক্ষেত্রেও অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।

২৮ অক্টোবর যদি ফেসবুক আপনার অ্যাকাউন্টে এমন কোনো ত্রুটি খুঁজে পায় তাহলে সেদিনও বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট।

ফেসবুকে এ সংক্রান্ত একটি নোটিফিকেশন পেয়েছেন অনেক ব্যবহারকারী। যারা এ ধরনের বার্তা পেয়েছেন তাদের বাধ্যতামূলকভাবে ওই ফিচার চালু করতে হবে। তা না হলে ২৮ অক্টোবর থেকে প্রবেশ করতে পারবেন না ব্যবহারকারীরা। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর