‘পেমেন্ট ক্লিয়ার, রিয়াজকে সরাতে হবে’

সময় ট্রিবিউন | ৩১ জানুয়ারী ২০২২, ০৮:৫২

জায়েদ খান-ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে জায়েদ খানের ফেসবুকের ম্যাসেঞ্জারের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেছেন সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া অভিনেত্রী নিপুন।

স্ক্রিনশটগুলোর একটিতে দেখা গেছে, পেমেন্ট ক্লিয়ার। নো টেনশন। তার পর বলা হয় রিয়াজকে সরাতে হবে। এর রিপ্লাইয়ে অপর বার্তাটি আসে, শোনো জায়েদ তোমার কথামতো তো সবকিছু হবে না। প্রশাসনিক ঝামেলা আছে।

নিপূন সংবাদ সম্মেলনে বলেন, এসব টেক্সট আমি অলরেডি আইজিপির কাছে দিয়ে এসেছি। উনি এ বিষয়ে তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। এছাড়া আমি এই বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত করার জন্য আদালত পর্যন্ত যেতে চাই। তবে সময় সংবাদের পক্ষে তাৎক্ষণিকভাবে স্ক্রিনশটগগুলো সত্য-মিথ্যা যাচাই করা সম্ভব হয়নি।

প্রজেক্টরে নিপুণের দেখানো মেসেঞ্জারের কিছু কথপোকথের স্ক্রিপাঠকের জন্য তা প্রকাশ করা হলো।

জায়েদ খান: ভাইয়া পেমেন্ট ক্লিয়ার, নো টেনশন

অপর ব্যক্তি: বেশ। তাদের সবাইকে বিএফডিসির গেট থেকে একটু দূরে অবস্থান করতে বলে দিয়েছি আমি। তুমি বুকে সাহস রেখে কাজ চালিয়ে যাও।

জায়েদ খান: ভাইয়া হারুণ ভাই বলল রিয়াজকে সরাতে হবে।

অপর ব্যক্তি: শোনো জায়েদ, সব তোমার ইচ্ছে মতো হলে চলবে না। প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হয়। রিয়াজকে টেকনিক্যালি এখন কিছু করতে গেলে তোমার ওপর চাপ সৃষ্টি হবে। রিয়াজ বরং ভেতরেই থাকুক। বিকল্প উপায় বের করো।

জায়েদ খান: ভাইয়া আমি সব সেটিং করে রেখেছি। আপনি পারমিশন দিলে গেম প্লে স্টার্ট করব।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর