জয়নাল হাজারীর সমাধিতে এক ভক্তের ক্ষমা চেয়ে চিরকুট

সময় ট্রিবিউন | ৮ জানুয়ারী ২০২২, ১২:৫১

ছবিঃ সংগৃহীত

সদ্যপ্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন হাজারীর সমাধিতে এক ভক্তের আবেগঘন চিরকুট পাওয়া গিয়েছে।

চিরকুটটি লিখে ওই ভক্ত ফুল এবং পাথর চাপা দিয়ে মুজিব উদ্যানের হাজারী সমাধিতে রেখে যান।

চিরকুটটিতে ওই ভক্ত লিখেন- "আমাকে ক্ষমা করে দিবেন হে বীর নেতা। যাদের ভয়ে গত ২০টি বছর আপনার সাথে দেখা করতে পারিনি মৃত্যুর পরও তাদের বৃত্তের কারণে ভালো করে আপনার মুখ খানা দেখতে পারিনি।"

ইতি আপনার ভক্ত



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর