নিজেকে সংশোধনের জন্য যে দোয়া পড়বেন

সময় ট্রিবিউন | ২৭ আগষ্ট ২০২১, ১৯:২০

ছবি : ইন্টারনেট

আল্লাহুম্মা আসলিহলি দ্বিনি, আল্লাজি হুয়া ইসমাতু আমরি, ওয়া আসলিহলি দুনইয়ায়া আল্লাতি ফিহা মাআশি, ওয়াজ আলিল মাউতা রহমাতান লি মিন কুল্লি সু-ইন।

অর্থ : হে আল্লাহ, তুমি আমার দ্বিনের ব্যাপারে আমাকে সংশোধন করে দাও, যা আমার সব কাজের রক্ষাকবচ। তুমি আমার পার্থিব জীবন সংশোধন করে দাও, যেখানে আছে আমার জীবন-জীবিকা এবং প্রতিটি অনিষ্ট থেকে রক্ষার জন্য আমার মৃত্যুকে আমার জন্য রহমতের উৎস বানাও।

উপকার : আবু হুরায়রা (রা.) বলেন, রাসুল (সা.) এই দোয়া করতেন। (আদাবুল মুফরাদ, হাদিস : ৬৭৩)

 



আপনার মূল্যবান মতামত দিন: