কোরবানির মাংস বিয়ের অনুষ্ঠানে খাওয়ানো যাবে?

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২২, ০২:০৮

সংগৃহীত

কোরবানির মাংস দিয়ে বিয়ের অনুষ্ঠান করার ক্ষেত্রে দুটি অবস্থা হতে পারে। প্রথমত এই নিয়তে কোরবানি করা যে, কোরবানির মাংস দিয়ে বিয়ের অনুষ্ঠান করবো বা মেহমানদের খাওয়াবো— তাহলে কোরবানি শুদ্ধ হবে না। কারণ, এখানে মাংস খাওয়ার নিয়তে কোরবানি হচ্ছে, আল্লাহর বিধান পালনের উদ্দেশ্যে হচ্ছে না।

দ্বিতীয়ত, যদি কোরবানির বড় পশুর সাত ভাগ থেকে ওয়ালিমার দুই অংশ (বিবাহ ভোজের জন্য) নিয়ত করে রাখা হয়, তবে কোরবানি বাতিল হবে না।

তথ্যসূত্র : ফতোয়ায়ে শামী : ৬/৩২৬-৩২৭, দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটের ৬৬১৯০ নম্বর ফতোয়া ও জামিয়াতুল উলুম আল ইসলামিয়া আল্লামা ইউসুফ বানুরি টাউন করাচির ওয়েবসাইটের ১৪৪১০৫২০০৩৪৯ নম্বর ফতোয়া অবলম্বনে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর