২০০৫ সালের ১৭ই আগস্ট দেশব্যাপী বিএনপি-জামাতের প্রত্যক্ষ মদদে সংঘটিত জঙ্গি সিরিজ বোমা হামলার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুপুরে পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাদ্দাম আকঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি পাভেল চোধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহাম্মদ মড়ল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতাকর্মীগন।
বক্তারা বলেন,২০০৫ সালের আজকের এইদিনে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী একযোগে ৬৩ জেলায় ৫ শতাধিক স্থানে জঙ্গি সিরিজ বোমা হামলা করা হয়। স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। সেই অন্ধকার বাংলাদেশকে আলোর পথে এনেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এখন ওই জঙ্গিদের মদদদাতারা আবারও অন্ধকারে ডুবিয়ে দেবার ষড়যন্ত্রে মত্ত। ওদেরকে প্রতিহত করতে যুবলীগের নেতা-কর্মীরাই যথেষ্ট।
আপনার মূল্যবান মতামত দিন: