-2021-12-07-13-45-14.jpg)
দু’দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এরপর ফরেন সার্ভিস একাডেমিতে দুপুর ১২টায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে এ বৈঠক শুরু হয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এক বৈঠকে যোগ দেন।
জানা গেছে, মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শ্রিংলা।
এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব। আগামী বুধবার তিনি ঢাকা ছাড়বেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: