প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বসভায় বাংলাদেশ উন্নয়নের রোলমডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে। দেশকে এগিয়ে নিতে তিনি কঠোর পরিশ্রম করছেন। তার পরিশ্রম ও সঠিক নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কিন্তু নেত্রীর সব অর্জন বিসর্জন হয়ে যায়- যখন দেখি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। তাই দলে কোনোভাবেই চাঁদাবাজদের স্থান দেওয়া যাবে না।
রোববার (৬ ডিসেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৩৮নং ওয়ার্ড সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। যত দিন বঙ্গবন্ধুর আদর্শের পতাকা এদেশে উড্ডীন থাকবে তত দিন আওয়ামী লীগ থাকবে।
সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, দলের অনেকেই আওয়ামী লীগের সুবিধা নিয়ে সমৃদ্ধিশালী হয়েছেন। কিন্তু এই ১৩ বছরে আওয়ামী লীগ সেভাবে উন্নত ও সমৃদ্ধিশালী হয়নি। আওয়ামী লীগ শক্তিশালীও হয়নি।
দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামির চিকিৎসার নামে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে ষড়যন্ত্রের পাঁয়তারা করছেন তারা। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: