গাড়ি ভাঙচুর করা শিক্ষার্থীদের কাজ নয়: প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ২ ডিসেম্বর ২০২১, ০২:২৮

ছবিঃ সংগৃহীত

রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা শিক্ষার্থীদের কাজ নয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ ডিসেম্বর) শিশু অ্যাকাডেমিতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ও জয়িতা টাওয়ারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। 

এসময় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ারও আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, শিশুদের অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দুর্ঘটনার পর আহতদের সাহায্য না করে গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ সময় রাস্তা চলাচলে সকলকে ট্রাফিক নিয়ম মানার পাশাপাশি, চালকদের সঠিকভাবে গাড়ি চালানোর নির্দেশ দেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর